নিউজিল্যান্ড সিরিজ জিতেছে আগেই। সেদিক থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টটি শুধুই নিয়মরক্ষার। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতের জন্য এই নিয়মরক্ষার ম্যাচটির গুরুত্বই অনেক।
গুরুত্বপূর্ণ সেই টেস্টের প্রথম দিন শেষ বিকেলের ভুলে এলোমেলো হয়ে গেছে ভারত। ১ উইকেটে ৭৮ রান করা ভারত দিন শেষ করেছে ৪ উইকেটে ৮৬ রান নিয়ে। টসে জিতে ব্যাটিং করা নিউজিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ২৩৫ রানে। ভারত পিছিয়ে আছে ১৪৯ রানে।
দলের ২৫ রানে রোহিত শর্মাকে শুরুতে হারানোর পর বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন যশস্বী জয়সোয়াল ও শুবমান গিল। গড়েন ৫৩ রানের জুটি। তবে এজাজ প্যাটেলের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যক্তিগত ৩০ রানে বোল্ড হন জয়সোয়াল, দলের রান তখন ৭৮।
ভারতের ইনিংসের ৪ উইকেটের ২টি নিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, ১টি উইকেট পেসার ম্যাট হেনরির। প্রথম দিনের শেষ সেশনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৮টি।
পুনে টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ২৫৯ রান। এই রান তুলেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১০৩ রানের লিড পেয়েছিল। তবে মুম্বাইয়ের উইকেট পুনের মতো ততটা বোলিং–সহায়ক নয়। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ৩০০ রানের চেয়ে কিছুটা বেশি। এরপরও প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের ২৩৫ রানকেই যথেষ্ট সংগ্রহ মনে হচ্ছে। সেটা অবশ্য ভারতীয় ব্যাটসম্যানদের ‘সৌজন্যেই’!
নিউজিল্যান্ডের সামনে অবশ্য বড় সংগ্রহ দাঁড় করানোর সুযোগ ছিল। ৭২ রানে প্রথম ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও উইল ইয়াংয়ের ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। তবে শেষ ৭ উইকেট আবার হারায় ৭৬ রানে।
মিচেলের ৮২ ও ইয়াংয়ের ৭১ রানের ইনিংস ছাড়া তেমন কিছু করতে পারেননি আর কোনো কিউই ব্যাটসম্যান। ছয়জন আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা।
সর্বশেষ টেস্টে ১৩ উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর পেয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন পেসার আকাশ দীপ। ১৪ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বিপক্ষে টেস্টের কোনো ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছে অথচ অশ্বিন উইকেট পাননি, এমন ঘটনা এবারই প্রথম।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৬৫.৪ ওভারে ২৩৫ (মিচেল ৮২, ইয়াং ৭১; জাদেজা ৫/৬৫, সুন্দর ৪/৮১)।
ভারত: ১৯ ওভারে ৮৬/৪ (জয়সোয়াল ৩০, গিল ৩১*; প্যাটেল ২/৩৩, হেনরি ১/১৫)।
No comments:
Post a Comment